Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার ৪         

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৩:৩৪ এএম

ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার ৪         

ছবি-যুগান্তর

ফরিদপুরে বাড়িতে অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী। 

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে পাঁচ তরুণকে আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। 

পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন- শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের বিহারি কলোনি এলাকার আসিবুর রহমান (২৪), ইমরান শেখ (২৪), পাপন শেখ (২৩) ও নান্নু শেখ (২৪)।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাদেরকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। 

গণধর্ষণের শিকার ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গত ১১ আগস্ট সন্ধ্যারাতে গণধর্ষণের ঘটনা ঘটে। তবে ধর্ষকদের হুমকির কারণে অসহায় ওই পরিবারটি আইনের আশ্রয় নেয়াসহ কিশোরীর চিকিৎসা করাতে পারেনি। 

ঘটনার আট দিন পর ভুক্তভোগী ওই কিশোরী বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। 

এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, গণধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার ওই কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে।

গণধর্ষণ মামলা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম